একাউন্ট খোলা পর্যন্ত আমার কোন ভেরিফিকেশন লাগে নাই। কোন ট্রানজেকশন করতে গেলেই প্রথমে ভেরিফিকেশন চায়। ট্রান্সফারওয়াইজ এর Upwork বা অন্য মার্কেটপ্লেস, কোম্পানি বা ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিতে আমাদের ওদের দেয়া ভার্চুয়াল একাউন্টগুলো ব্যবহার করতে হয়।
তবে ভার্চুয়াল একাউন্টগুলো নেয়ার জন্য প্রথমেই আপনার একাউন্টে কমপক্ষে ২০ ডলার লোড করতে হবে। দুঃখের কথা হল প্রায় সব দেশি কার্ড দিয়েই ট্রান্সফারওয়াইযে লোড করা যায় না বাংলাদেশ ব্যাংকের নিয়মের কারনে। তাই পেওনিয়ার বা অন্য কোন কার্ড দিয়ে লোড করতে হবে। এছাড়া আপনাকে অন্য কোন ট্রান্সফারওয়াইজ ব্যবহারকারী যদি ২০ ডলার পাঠায় তাহলেও একাউন্ট একটিভ হয়ে যাবে।
এখন আপনি যদি কার্ড দিয়ে লোড করেন তাহলে লোড সাক্সেসফুল হওয়ার সাথে সাথেই ভেরিফিকেশন এর জন্য ডকুমেন্ট চাইবে। এর জন্য আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর ছবি বা স্ক্যান কপি সাবমিট করতে হবে। ডকুমেন্ট সাবমিট করার কয়েক মিনিটেই আমার ডকুমেন্ট এপ্রুভ হয়ে গিয়েছিল, আমি পাসপোর্ট দিয়েছিলাম। এ টা এপ্রুভের পর আবার সাথে সাথেই Held ID চেয়েছিল, মানে যে ডকুমেন্ট সাবমিট করেছেন সেটা সামনে ধরে একটা ছবি। সেটা দেয়ার সাথে সাথেও এপ্রুভ হয়েছিল। তবে
তবে ২য় একটি একাউন্ট করার সময় প্রথম একাউন্ট থেকে ২০ ডলার সেন্ড করতে গিয়েছি যখন তখন দেখাইলো যে আমার ২য় একাউন্টটি ভেরিফাই করতে হবে আর ইমেইলে ইমেইল আসল ডকুমেন্ট দিতে। এবার শুধু পাসপোর্ট স্ক্যান কপি দিতেই ফুল ভেরিফাই হয়ে গেল আর Held ID দিতে হয় নাই। আর এর পরেই আমি প্রথম একাউন্ট থেকে ২০ ডলার সেন্ড করলাম আর একাউন্ট ভেরিফাই হয়ে গেল।
এখন আপনি আপনার ভার্চুয়াল ব্যাংক একাউন্ট নিয়ে ব্যবহার করতে পারবেন। ওদের অনেক কারেন্সির একাউন্ট আছে। শুধু একবার ২০ ডলার দিয়ে একটিভ করে নিলেই আপনি প্রয়োজনমত কারেন্সী একাউন্ট Open a balance থেকে খুলে নিতে পারবেন।
আপনি যদি চান অন্য ট্রান্সফারওয়াইজ ইউজার আপনাকে এপ ব্যবহার করে খুজে পাক তাহলে আপনাকে সেটিংস থেকে Contacts on TransferWise অপশন থেকে email আর phone অপশন অন করে দিতে হবে। এটা করলে অন্য ট্রান্সফারওয়াইজ ইউজার তার ফোনের Contacts এ আপনার ট্রান্সফারওয়াইজ একাউন্টে ব্যবহৃত ইমেইল বা ফোন নম্বর থাকলে আপনাকে খুজে পাবে ও ফান্ড সেন্ড করতে পারবে। কারন ট্রান্সফারওয়াইজ এ এখনো শুধু ইমেইল দিয়ে ওয়েবসাইটে ইউজারদের খুজে পাওয়া যায় না। কিন্তু আপনার অন্যদের থেকে ফান্ড নেয়ার দরকার না হলে আপনি প্রাইভেসির জন্য এ অপশন বন্ধ করেও রাখতে পারেন।
আগেই বলেছি দেশি কার্ড দিয়ে ওয়াইজে লোড করা যাচ্ছে না। দেশের সব কার্ডেই এই টাইপের মানি ট্রান্সফার সার্ভিসে পে করার সুযোগ বন্ধ। এছাড়া আগে পেওনিয়ার কার্ড দিয়েও খুব সহজে ২০ ডলার লোড করে ভেরিফাই করা যেত। তবে ইদানিং অনেক সময় ডিক্লাইন। করে তবে দেখা গেছে USD কারেন্সিতে লোড না করে অন্য কারেন্সি যেমন GBP, EUR তে লোড দিলে কাজ করে ভাল। আর যেকোন এক কারেন্সিতে লোড দিলেই সব কারেন্সির ব্যাংক ডিটেইলস পাবেন।
তাই এখন আমাদের জন্য একটাই উপায় আছে তা হল অন্য একটিভ ওয়াইজ ইউজার থেকে ২০ USD/GBP/EUR নিয়ে ভেরিফাই করা।
ওয়াইসে ডলার ডিপোজিটের জন্য প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একাউন্ট করে নিবেন। এরপর Start Exchange এ ক্লিক করুন। বিকাশ অথবা ব্যাংক টু ওয়াইস ইউএসডি সিলেক্ট করুন। এক্সচেঞ্জ ক্লিক করুন। আপনি যত ডলার নিতে চান লিখুন এবং নেক্সট করুন। ২য় ধাপে আপনি আপনার নাম, মোবাইল নাম্বার , অর্ডারের ইনভয়েস নেওয়ার জন্য একটি ইমেইল দিন এবং ওয়াইস একাউন্ট ফর্মে আপনার ওয়াইস ইমেইল দিবেন। নেক্সট করুন ৩য় ধাপে আপনি যেটি সিলেক্ট করে অর্ডার করেছেন ব্যাংক অথবা বিকাশ একাউন্ট নিয়ে টাকা পেমেন্ট করে ৩য় ধাপে আপনার ট্রাঞ্জাকশন নাম্বার সাবমিট করে দিবেন। অর্ডার সাবমিট শেষ হলে ৫-১০ মিনিটের মধ্যে আপনার অর্ডার সম্পন্ন হবে অর্থাৎ আপনার ওয়াইসে কাঙ্ক্ষিত পরিমানের ডলার যোগ হবে।