Terms and Conditions

আমাদের ওয়েবসাইট  লেনদেন করার জন্য আপনাকে আমাদের দেয়া কিছু শর্তাবলী অবশ্যই মানতে হবে।নিচে আমাদের শর্তাবলী সমূহ দেয়া হলো:

1. আমরা বাংলাদেশ এর বাইরে কোনোভাবেই টাকা অথবা ডলার পাঠাই না।


2.আমরা কোনো জুয়ারু কিংবা বাজি সাপোর্ট করি না। সে ক্ষেত্রে এটি প্রমাণিত হলে আপনার ট্রান্সেকশন টি ব্লক করে  দেয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


3.অর্ডার করার সময় তাড়াহুড়া করবেন না এবং অর্ডার কমপ্লিট করার জন্য অ্যাডমিন কে বার বার নক করবেন না মাথায় রাখবেন এটি অনেক সেনসেটিভ একটি জিনিস ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার ট্রান্সেকশন এ ভুল হলে সেটির দায়িত্ব আপনার।
 

4. কোনো স্প্যাম ট্রান্সেকশন করবেন না। এরকম কিছু দেখতে পেলে আপনার একাউন্ট সাথে সাথে ব্লক করা হবে।
 

5.আপনি যদি প্রতারণা কারীর কেউ হন এবং এটি যদি আমাদের কাছে প্রমান থাকে তাহলে আমরা আপনার ট্রান্সেকশন টি ব্লক করা হবে, প্রয়োজন আইন এর সহায়তা নেয়া হবে।
 

6. আমাদের কোম্পানি এর নাম কপি করে বিজনেস করা থেকে বিরত থাকুন। এরকম কিছু পেলে আমরা আইনানুগ ব্যবস্থা ১০০% নিবো।
 

7.আমাদের কোম্পানি এর নামে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকুন। এরকম কিছু পেলে আমরা আইনানুগ ব্যবস্থা ১০০% নিবো।
 

8. আমাদের নাম দিয়ে কারো সাথে ফেসবুক অথবা অন্য কোনো মাধ্যমে কারো সাথে প্রতারণা করা থেকে বিরত থাকুন। এরকম কিছু পেলে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা ১০০% নিবো।

9. এছাড়া যেকোনো অবৈধ ও খারাপ কাজে আমাদের দেয়া ডলার অথবা টাকা টি নয় সেজন্য ভুলেও আমাদের কে ব্যবহার করে কোনো অবৈধ কাজ করবেন না। আপনার সকল রেকর্ড(লাইভ চ্যাট এ কথা বলা ,কল রেকোর্ড ,IP এড্রেস ) আমাদের অফিসিয়াল সার্ভার এ স্টোর করা থাকবে বাংলাদেশ সরকার অথবা যেকোনো আইননানুগ কাজে আমরা তা দিতে বাধ্য। 


আমরা ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাদ্ধমে লেনদেন করি না। উপরের সকল তথ্য অনুসারে আমাদের সকল গ্রাহক দের কে সাহায্য করার জন্য অনুরোধ করা হলো। প্রতিটি লেনদেন এর রিফান্ড টাইম ৭ দিন।

এছাড়া যেকোনো সময় আমাদের নিয়ম এর পরিবর্তন হতে পারে এক্ষেত্রে অ্যাডমিন এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। 

 

1. General Provisions

 

2. Subject of the Agreement

 

3. Rights and obligations of the parties

 

4. Services provided

 

5. Regulations for the exchange of electronic money

6. Guarantees and responsibilities of the parties

7. Changing information

8. Force majeure

9. Mandatory conditions for conducting exchange transactions

10. Verification of the identity of the User

Send Message